শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর প্রচারনা শুরু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর নির্বাচনী প্রচারনা মঙ্গলবার দুপুরের পর থেকে শুরু হয়েছে। গোটা উপজেলায় মাইকিং ও পোষ্টার বিলির মাধ্যমে জমে উঠেছে নির্বাচনী  প্রচারনা। এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান(মহিলা পদে ৫ জন প্রার্থী রয়েছেন। চেয়াম্যান পদের জন্য প্রার্থীরা হলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (আনারস), আ: মতিন (মোটর সাইকেল), সাবেক ইউ,পি চেয়ারম্যান আব্দুল লতিফ(দোয়াতকলম), ইসলামী আন্দোলনের কামরুজ্জামান(কাপপিরিচ), উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউ,পি চেয়ারম্যান তরিকুল ইসলাম (ঘোড়া), জামায়াতের আমির নুরে আলম সিদ্দিকী (হেলিকপ্টার) ও ছাত্রলীগের সাবেক নেতা নিজামুল হাসান শিশির(টেলিফোন) । মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন লিপি বেগম(কলস), শেফালী বেগম রেখা(প্রজাপতি) রিনা বেগম(হাঁস) শিরিন আকতার(পদ্মফুল) ও পারম্নল বেগম(বৈদ্যুতিক পাখা)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান(চশমা), ডা: মোশারফ হোসেন(মাইক), শাহ আলমগীর(তালা), শাহিনুর রহমান(উড়োজাহাজ) ও হেলাল মিয়া(টিউবওয়েল)।  প্রার্থীরা যেরকম তাদের প্রচারনা শুরু করেছেন তেমনি প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষন করছেন ভোটারেরা। হাট-বাজার,চা দোকান এমনকি পথ চলতেও ভোটারেরা ভোট নিয়ে আলোচনা করছেন। তবে গ্রাম গঞ্জের মহিলাদের মাঝে ভোট নিয়ে তেমন কোন আলোচনা তেমন শুরু হয়নি।  যেখানে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যাই বেশী। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ১০জন এবং মহিলা ভোটার ৭৭ হাজার ১৩৯ জন। আগামী ১৫ মার্চ উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪ টি কেন্দ্রের ৪১৪টি বুথে উপরোক্ত ভোটারগন তাদের ভোট প্রদান করবেন।

Spread the love