শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে গাঁজা সেবন অপরাধে জরিমানা আদায় ॥ বাল্য বিয়ে বন্ধ

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা সেবন অপরাধে উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের খোসলামপুর গ্রামের মৃত প্রল্লদ সরকারের পুত্র দিনেশ চন্দ্র সরকার(৫০)’কে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। পরে তার পুত্র শ্রী মিঠুন চন্দ্র সরকার পরবর্তীতে তার পিতা গাঁজা সেবন করবে না বলে জরিমানার টাকা পরিশোধ করে ছাড় পায়।

 

এদিকে উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের শিংড়া শতপুর গ্রামের আনোয়ার হোসেনের ৮ম শ্রেনী পড়ুয়া নাবালিকা কন্যা আইরিন খাতুন (১৫)-এর বিয়ের জন্য গায়ে হলুদের আয়োজন চলছিল। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অভিভবককে বুঝানো হলে তারা তৎক্ষনাৎ বাল্য বিয়ে বন্ধ করে দেয়। এর কারণে বাল্য বিয়ে থেকে রক্ষা পায় স্কুল ছাত্রী আইরিন।

 

Spread the love