মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে প্রাক নিবন্ধন প্রশিক্ষণ কর্মশালা

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ

সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে ৮নং মাহমুদপুর ইউনিয়নে আহার উপযোগী ফরমালিন ও বিষ মুক্ত ফল উৎপাদনে ও বাজারজাত করণ এবং পুষ্টি সম্মত ফলের চাহিদা পূরণের লক্ষ্যে মাহমুদপুর ফলচাষী সমবায় সমিতি’র উদ্দ্যেগে ১ দিন ব্যাপী প্রাক নিবন্ধনের আয়োজন করা হয়। টুপিরহাট বাজারে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সমবায় অফিসার মোঃ মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার ও জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক বাসুদেব চন্দ্র দাস প্রমুখ। প্রশিক্ষণে ফরমালিন ও বিষ মুক্ত ফল আম উৎপাদনের বিষয়ে আম চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন- ৮০ জন ফলচাষী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ জানান- উপজেলায় উদ্দ্যমী, আগ্রহী ও সম্ভাবনাময় ফলচাষী রয়েছে তাদেরকে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেয়া হলে ফল উৎপাদনে এ উপজেলা এক ধাপ এগিয়ে যাবে। সে থেকেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ নেয়া ফলচাষী মোঃ জাহাঙ্গীর আলম ও মোকলেছার রহমান তারা জানান- এ প্রশিক্ষণ ফল উৎপাদন ও সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

Spread the love