শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে বাড়ী বসে বড় লোক শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে’’বাড়ী বসে বড়লোক’’ শীর্ষক অনলাইন আউট সোর্সিংয়ের উপর প্রশিক্ষন  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ওই কর্মশালায় বাড়ী বসে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে বড়লোক হওয়া যায় সেই লক্ষ্যে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ( টি এম এম এস)। দক্ষতা বাড়ান, আই টি উদ্যোক্তা হোন লক্ষ্যকে সামনে রেখে ২ দিন ব্যাপি ওই কর্মশালা নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আল আমিন শাওন এবং ইমরুল কায়েস।

শনিবার প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষন গ্রহনকারীদের মাঝে সনদ পত্র বিতরন করেন টি এম এস এসের জয়পুরহাট জোনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্যা হেল বাকী। এসময় সংস্থার ভাদুরিয়া শাখার ব্যবস্থাপক জহুরুল হক ও বিরামপুর শাখার ব্যাবস্থাপক আবু তালেব উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে ৫২ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। এর মধ্যে সোনিয়া আক্তার ১ম স্থান অধিকার করে ১টি থ্রী জি মডেম পুরস্কার হিসাবে গ্রহন করেন।

Spread the love