শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে বিভিন্ন কমসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

সোমবার সারাদেশের ন্যায় যথাযোগ্য মযার্দা ও বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। সকালে সরকারি ,বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  পুষ্প মাল্য অর্পন ,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন , শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা , বাদ যোহর ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা । বেলা ১১টায় এক শোক র‌্যালী উপজেলার গুরুত্বপূণর্  সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার  চত্ত্বরে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন , জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আমির হোসেন , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান ,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা , বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান , যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী । এদিকে নিজেই রক্ত দিয়ে  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্ধোধন করেন সংসদ সদস্য শিবলী সাদিক । এছাড়াও উপজেলার সকল সরকারি মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে শোক দিবস পালিত হয়েছে।

Spread the love