শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে বিভিন্ন পুঁজামন্ডব পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধান ; গত বুধবার দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দূর্গাপুঁজার বিভিন্ন মন্ডব পরিদর্শন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী। এ সময় তার সাথে ছিলেন- ওই পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারম্নল বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মিডিয়াকর্মী এম.রম্নহুল আমিন প্রধান, সহ:সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান (মিলন) প্রমুখ। পরিদর্শন শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরিষদের তহবিল থেকে প্রতিটি পূঁজা মন্ডবে ১ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে- এ বছর উপজেলায় ৭৬ টি স্থানে শারদীয় দূর্গাপুঁজা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ জানান- পূঁজা মন্ডবগুলোতে হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন পেশাজীবি লোকজন উৎসবে অংশগ্রহণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সরকার জানান- দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রতিটি মন্ডবে ৫’শ কেজি চাউল ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডবে আর্থিক সহায়তা পৌছে দেয়া হয়েছে। পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান বলেছেন- পূঁজা মন্ডবে আইন শৃংখলা রক্ষার্থে ব্যাপক নিরাপত্তা বলয় প্রস্ত্তত রাখা হয়েছে।

 

Spread the love