শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে রবিবার দুপুরে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা পল্লী শ্রী’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন,ঢাকার সহযোগিতায় অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন পল্লী শ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিলেটর রওনোক আরা হক। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ রেজাউল বারী, থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।  ধারনাপত্র পাঠ করেন সংস্থার কর্মী আরিফা খাতুন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউ,পি সদস্যা আন্জুয়ারা বেগম, রাজিয়া খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাঃ সম্পাদক ছানাউল্যাহ। বক্তারা য়ৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন এবং নিজ পরিবার থেকে তা শুরু করার জন্য সেমিনারে অংশ গ্রহনকারীদের প্রতি আহবান জানানো হয়। সেমিনারে সরকারী কর্মকর্তা,শিক্ষক,জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সেমিনারটি পরিচালনা করেন পল্লী শ্রী’র এস এফ টি লুৎফা বেগম।

Spread the love