শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ৪০৫ মেঃ টন চাল ও ৩ কোটি টাকায় ২৮১ প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে

দিনাজপুর প্রতিনিধি : চলতি অর্থ বছরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তার দপ্তরের মাধ্যমে ৪০৫ মেঃ টন চাল ও ২ কোটি ৯৫ লাখ টাকায় ২৮১ টি প্রকল্পের কাজ বাসত্মবায়িত হচ্ছে।  এর মধ্যে কাজের বিনিময়ে খাদ্য(কাবিখা), গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন(টিআর), কাজের বিনিময়ে টাকা(কাবিটা),অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্প ও ব্রীজ নির্মান কাজ অন্তর্ভূক্ত রয়েছে। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান কাজের বিনিময়ে খাদ্যের(কাবিখা)আওতায় ১৪৪ মেঃ টন চালের বিপরীতে ৯টি প্রকল্প, গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষনের(টিআর) আওতায় ২৬১ মেঃ টন চালের বিপরীতে ১৮৯ টি প্রকল্প, কাজের বিনিময়ে টাকার(কাবিটা) আওতায় ৫১ লাখ টাকার বিপরীতে ২৪ টি প্রকল্প, অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচীর আওতায় ২ কোটি টাকার বিপরীতে ৫৯ টি প্রকল্প এবং রাস্তার উপর সেতু সির্মান কর্মসুচীর আওতায় ৪৪ লাখ টাকার বিপরীতে ২টি ব্রীজ নির্মান কাজ বাসত্মবায়িত হচ্ছে। গৃহিত প্রকল্পগুলির মধ্যে  কিছু প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে  এবং কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে।

Spread the love