শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ৬ মাসেও বেতন-ভাতা পায়নি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ৭০টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় গত নভেম্বর মাসে জাতীয়করণ করা হয়। গত ২০-১১-১৩ তারিখ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের উপ- সচিব মোহাম্মদ  আবুল কালাম স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়গুলো জাতীয়করণ ঘোষনা করা হয় । কিন্তু সে সময় থেকে এসব বিদ্যালয়ের শিক্ষকরা বেতন পাচ্ছেন না। ফলে এসব শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে দারম্নন কষ্টে দিন যাপন করছেন।

এসব বিদ্যালয় জাতীয়করণ করার ৬ মাস অতিবাহিত হলেও নবাবগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের উদাসীনতা ও অনিয়মের কারণে ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০জন শিক্ষক-শিক্ষিকা বেতন-বিল না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ মোকলেছুর রহমানসহ কয়েকজন শিক্ষক জানান, যথাসময়ে বিল বেতন না পাওয়ায় তারা অতিকষ্টে দিন যাপন করছেন।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বিধি অনুযায়ী শিক্ষকদের  যোগদান সংক্রান্ত কাগজপত্র চেয়েছি। পর্যায়ক্রমে শিক্ষকরা বেতন-ভাতা পেয়ে যাবেন।

Spread the love