শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জ হানাদারমুক্ত দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘নবাবগঞ্জ হানাদারমুক্ত দিবস’ পালিত হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে স্মৃতিসৌধ চত্বরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সেখানে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, সাবেক ডিপুটি কমান্ডার এখলাছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউনুছ আলী প্রমুখ।

Spread the love