বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিখোঁজ ৭ জাপানী পর্যটককে উদ্ধারের কাজ পুনরায় শুরু

Missingইন্দোনেশিয়ার বালিতে নিখোঁজ সাত পর্যটককে উদ্ধারের কাজ রোববার পুনরায় শুরু করা হয়েছে। দুদিন আগে স্কুবা ডাইভ করতে গিয়ে বালি দ্বীপের কাছে তারা নিখোঁজ হন।

বালিতে জাপানের ডেপুটি কনস্যুল জেনারেল ইয়াসু কাটসুনবু বলেন, ‘আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। এখনও পর্যমত্ম তাদের কোন হদিস মেলেনি।’

তিনি বলেন, শনিবার ভোর ছয়টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। বৈরি আবহাওয়ার কারণে দুপুর তিনটার মধ্যে উদ্ধার কাজ বন্ধ করতে হয়। রোববার ফের উদ্ধারকারী সংস্থা ও নৌপুলিশ বড়ো আকারের নৌকা নিয়ে তাদের কাজ শুরু করে।

বালি দ্বীপের কাছে নুসা লেমবুনগানে শুক্রবার এসব পর্যটক ডাইভ করতে গিয়ে নিখোঁজ হয়। এদের পাঁচজন পর্যটক ও দুইজন নির্দেশক। নিখোঁজ সকলেই নারী।

Spread the love