বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা্ এরশাদের

1386069481.সব দল মনোনয়ন পত্র জমা না দেওয়ার ১০ম জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবে না জাতীয় পার্টি । মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এই ঘোষণা দেন।এরশাদ বলেন, আমি বলেছিলাম সব দল নির্বাচনে না গেলে আমিও যাব না। আমি প্রতিশ্রুতি রক্ষা করছি। সব দল আসেনি, জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না। জাতীয় পার্টির যেসব সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের তা প্রত্যাহারের নির্দেশ দেন দলের চেয়ারম্যান।

৫ জানুয়ারি ভোটের দিন রেখে ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। এদিন এরশাদের পক্ষেও ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ৩০০ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (জেপি), জাসদ ও ওয়ার্কার্স পার্টিসহ ১৫টি দলের ১১শ’র কিছু বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি ও তাদের প্রধান শরিকরা নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে না।এরশাদ বলেন, আগামীতে সব দল অংশ নিলে, পরিবেশ তৈরি হলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে।

Spread the love