বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে মধ্যস্থতা করতে আফগানিস্তানে গেছেন জন কেরি

3-John_F._Kerry (1)মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত শুক্রবার বলেছেন, আফগানিস্তানের বিতর্কিত নির্বাচন নিয়ে যে অচলাবস্থা দেখা দিয়েছে তার সুরাহা করা যাবে বলে তিনি প্রত্যাশা করছেন। রাজধানী কাবুলে পৌঁছার কয়েক ঘণ্টা পর এ কথা বলেছেন তিনি। একই সঙ্গে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এই সুরাহা যে স্বয়ংক্রিয় ভাবে হবেই তা এ অবস্থায় বলা যাবে না। আফগানিস্তান নিয়ে আমেরিকার খুবই সংকটের মধ্যে আছে বলেও এ সময় স্বীকার করেন কেরি। প্রেসিডেন্ট নির্বাচনের আইনি বৈধতা এবং ভবিষ্যতে ক্ষমতা হসত্মামত্মরের বিষয়টি এখন ঝুলছে তাই আমেরিকাকে অনেক কিছু করতে হবে বলে জানান তিনি। কেরি আরো বলেন, প্রশ্নের জবাব দেয়ার একটি রাসত্মা খুঁজে পাওয়া যাবে, জনগণের সন্দেহ নিরসন করা যাবে এবং আমেরিকা প্রত্যাশা করছে যে ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে। আফগানিসত্মানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান সংকট নিরসনে তড়িঘড়ি কাবুল সফরে গেছেন কেরি। এ সফরের সময়ে দুই প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে এরই মধ্যে আফগানিসত্মানের বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং প্রেসিডেন্ট নির্বাচনে অগ্রগামী প্রার্থী আশরাফ গনির সঙ্গে কেরির সাক্ষাৎ হয়েছে। আফগান প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ গত মাসের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রাথমিক ফলাফলের নিন্দা করেছেন। এ ফলাফলে ৫৬.৪৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আশরাফ গনি এবং ৪৩.৫৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আবদুল্লাহ আবদুল্লাহ। চলতি মাসের ২২ তারিখে আফগান প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ামত্ম ফলাফল ঘোষণার কথা রয়েছে। প্রেসিডেন্ট কারজাইয়ের স্থলাভিষিক্ত হবেন বিজয়ী প্রার্থী । ২০০১ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কারজাই।

Spread the love