বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রান বিতরন

মো. জাকির হোসেন : নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৫৭টি পরিবারের দুইশত ঘরবাড়ি সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। তাদের অস্থায়ীভাবে বসবাস করার জন্য এলাকার স্কুল ঘরে এবং রেড ক্রিসেন্ট নীলফামারী ইউনিটের পক্ষ থেকে তাবু তৈরী করে ব্যবস্থা করে দেয়া হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই)  ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্থদের  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকালে এবং দুপুরের খাবার হিসেবে খিচুরীর ব্যবস্থা করা হয়েছে। যদিও এই তৈরী খাবারের ব্যবস্থা বৃহস্পতিবার থেকে  বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষে ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ ৫৭টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও নগদ দুই হাজার করে টাকা, একটি করে শাড়ি ও লুঙ্গি, একটি করে পানি খাওয়ার জগ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবেত আলী, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তি বর্গ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ মিয়া জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঘর তৈরীর ঢেউটিন সহ আনুসাঙ্গিক সহায়তা প্রদানের জন্য চাহিদাপত্র প্রেরন করা হয়েছে ঢাকা ত্রান মন্ত্রনালয়ে। এদিকে ক্ষতিগ্রস্থ্যদের সার্বিক সহায়তা করতে সেখানে নীলফামারী রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি,কর্মকর্তা ও রেড ক্রিসেন্টের  যুব সদস্যরা সহায়তা প্রদান করে যাচ্ছে।

Spread the love