শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে বিনামূল্যে ২৫০ জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ

মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ

নীলফামারী সদর উপজেলায় ২৫০ জন পাট চাষীর মধ্যে বিনামুল্যে নাভি জাতের পাটবীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পাট উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ওই পাটবীজ ও সার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফখরুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রামানিক ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রত্যেককে সাড়ে তিন কেজি পাট বীজ, ১১ কেজি ইউরিয়া, ছয় কেজি টিএসপি, পৌণে দুই কেজি এমওপি, চার কেজি জিপশাম ও কীটনাশক বিতরণ করা হয়। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, উচ্চ ফলনশীল (উপশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পের আওতায় চাষীদের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয়।

Spread the love