শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে শুরু হলো জাতীয় কৃমি নাশক সপ্তাহ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় কৃমি নাশক সপ্তাহের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী।
এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ও জেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
কয়েক জন শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট সেবন করিয়ে সপ্তাহের উদ্বোধণ করা হয়।
সিভিল সার্জনের কার্যালয় সুত্র জানায়, ৫-১৬বছর বয়সী শিশুদের স্কুলে স্কুলে এই ট্যাবলেট খাওয়ানো হবে। এটি সম্পন্ন করবে ক্ষুদে ডাক্তারের দল।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, প্রাথমিক ও মাধ্যমিক মিলে ৩২৭১টি বিদ্যালয়ে ৬লাখ ৪হাজার ৫৩৬শিক্ষার্থীকে এই ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত ৩০নভেম্বর শুরু হওয়া এই কর্মসুচী চলবে আগামী ৫নভেম্বর পর্যন্ত।

Spread the love