শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ন্যাশনাল সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত

প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এম এ

হান্নানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

সারাদেশে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কার্যক্রম

সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি

বলেন, ২০০৯-১০ অর্থবছরে ন্যাশনাল সার্ভিস

কর্মসূচি পাইলট আকারে কুড়িগ্রাম, বরগুনা ও

গোপালগঞ্জ জেলার মোট ১৯টি উপজেলায় শুরু

হয়ে ২০১৩ সালের ৩১ অক্টোবর শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় পর্যায়ে রংপুর বিভাগের

বাকি ৭টি জেলার ৮টি উপজেলায় ২০১১-১২

অর্থবছরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কার্যক্রম

শুরু হয়ে চলমান রয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত

মোট ১০টি জেলার ২৭টি উপজেলায় ৭১ হাজার

৩১৬ জন এই কর্মসূচির অধীনে মৌলিক প্রশিক্ষণ

গ্রহণ করে এবং ৭০ হাজার ৫২১ জন ২ বছরে

মেয়াদী অস্থায়ী কর্মসংস্থান লাভ করেছে।

সংসদ নেতা বলেন, এ কর্মসূচির আওতায় যুব ও

মহিলাদের সমাজ সচেতনতা এবং বৃত্তিমূলক

প্রশিক্ষণ দেয়া হয়। ফলে তারা আত্মকর্মসংস্থানের

সুযোগ পায়। কাজেই প্রকল্পে অস্থায়ী কর্মসুযোগের

পাশাপাশি প্রায় সকল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও

মহিলাগণ নিজের পায়ে দাঁড়ানোর পদক্ষেপ

নিয়েছে। তিনি বলেন, ২০১৩ সালের ২৩ জুলাই

কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে মুক্ত

আলোচনাকালে তিনি দেশের অন্যান্য সকল জেলা

ও উপজেলায় পর্যায়ক্রমে অগ্রাধিকারভিত্তিতে

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণের প্রাথমিক

কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।

 

 

Spread the love