শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশী আটক

পঞ্চগড়ের সীমান্ত হতে ৪ বাংলাদেশী আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহীনি বিএসএফ । জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত হতে ৪ পাথর শ্রমিকে আজ বিকেল ৩ টার সময় আটক করে নিয়ে যায় ।
জানা গেছে, ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর  চোয়ামতী সীমান্তের করোতোয়া নদী সংলগ্ন ৭০৯ নং মেইন পিলার হতে তাদের আটক করে নিয়ে যায় । প্রত্যখদর্শী ভুতিপুকুর গ্রামের সি্িদ্দক এর পুত্র ছাইফুল জানান ঐ সীমান্তের নদীর সাথে সংলগ্ন রাস্তায় ট্রাক্টরে শ্রমিকরা পাথর লোড করছিল এ সময় ১০-১২ জন বিএসএফ এসে তাদের ধরে সীমান্তের ওপারে নিয়ে তাদের বেধরক মারপিট করে গাড়িতে করে নিয়ে যায় ।  আটক কৃতরা হলেন মোঃ এজাদুল পিতা জফিরদ্দিন, মোঃ আঝারুল পিতা বাচ্চামদ্দিন, মোঃ আজিরুল পিতা জোরফদ্দিন, মোঃ ফজলু পিতা হবিবর সকলের সাং ভজনপুর গনাগছ । ঘটনার পর পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ান এর পক্ষে প্রতিবাদ জানিয়ে বাংলা দেশী নাগরীকদের ফেরত চেয়ে চিঠি দিয়ে সীমান্তে পতাকা বৈাঠকের আয়েজন করে সন্ধা ৬.৩০ মিনিটে আটক কৃতদের ছেড়ে দেয়।

 

Spread the love