শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ফেনসিডিলসহ মাইক্রোবাস আটক

Panchপঞ্চগড় আটোয়ারী উপজেলায় জেমকন ও জেমজুট লিমিটেডের দুই কর্মকর্তাকে চোরাই পথে আসা ভারতীয় ফেনসিডিলসহ ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ৫৩৩৬১২) মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাজ্জাদ কাদির রানা জেমকন লিমিটেডের এইচআর ও আকতারুজ্জামান বিপুল জেমজুট লিমিটেডের সহকারী ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। গতকার বিকাল সাড়ে ৫টায় ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিংড়া নামক এলাকায় আটোয়ারী থানার টহল পুলিশ তাদের আটক করে। পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে আধা লিটার পানির বোতলে মাদক (ফেনসিডিল) সদৃশ্য লিকুইড আটক করে থানায় নিয়ে আসে। তবে দুটি কাগজের কাটুনে ৬-৭ শ’ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাসটি আটোয়ারী উপজেলা সদরের দিকে রওয়ানা হয়েছে স্থানীয়দের মাঝে এমন গুঞ্জন শোনা গেছে।
এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মো. শাহ আলম ৭ শ’ বোতলের কথা হেসে উড়িয়ে দিয়ে বলেন, এএসআই জিন্নাতের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল মাদক সদৃশ্য লিকুইডসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তবে শত চেষ্টা করেও থানা পুলিশের আন্তরিকতার অভাবে মাদক সংশ্লিষ্ট দুই কর্মকর্তার ছবি তুলতে পারেননি সংবাদকর্মীরা। মাদক সংশ্লিষ্ট দুই কর্মকর্তার নাম ও পদবি লেখার ক্ষেত্রে একাধিকবার ওসিসহ উপস্থিত সংবাদকর্মী দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এসএ মাহমুদ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, দৈনিক ভোরের কাগজের এ রায়হান রকি, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান, দৈনিক যুগের আলোর শহিদুল ইসলাম শাহীনসহ অন্যদের মাঝে বিব্রতকর পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০ টায় সহকারী সিনিয়র এএসপি সার্কেল কাজী আখতার উল আলম আটোয়ারী থানা পরিদর্শন করেন। পরে রাত ১২টায় প্রেস ক্লাবের সভাপতি এ রহমান মুকুল, দৈনিক প্রথম আলো পত্রিকার শহিদুল ইসলাম শহিদ, আমার দেশ পত্রিকার এ হোসেন রায়হান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম শফিক একটি মাইক্রোবাস যোগে আটোয়ারী থানায় আসেন।

Spread the love