শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে ফুলের চাষ

panchপঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়েছে। সরকারী পৃষ্টপোষকতা, সহজ ঋণ ও বাজারজাতের ব্যাবস্থা না থাকায় সাময়িক অসুবিধায় পড়েছে ফুল চাষীরা। জানা গেছে, জগদল গোয়ালপাড়া এলাকায় ৪০ শতক জমিতে গাদা ফুলের চাষ করছেন মৃত. মজিবর রহমানের ছেলে মো: কামরুজ্জামান জাহাঙ্গীর। তিনি গত বছরের নভেম্বর মাসে যশোর জেলার গদখালি এলাকা থেকে প্রতি পিছ ফুলের চারা ১ টাকা দরে ক্রয় করে এনেছেন। চারা রোপনের আড়াই থেকে তিন মাসের মধ্যে ফুল বিক্রির উপযোগী হয় বলে জানান তিনি। স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে ফুলের চাহিদা কিছুটা থাকলেও মার্চের পর থেকে ফুল বিক্রির সুযোগ নেই। বাগানে বড় সাইজের প্রতি পিছ ফুল বিক্রি হয় ৩-৪ টাকায়। মাঝারি ও ছোট আকারের ফুল প্রতি পিছের বাজার মূল্য ১ টাকা। তবে ফুল সংরক্ষনের ব্যবস্থা ও বাজারজাতের সুযোগ না থাকায় লোকসান হতে পারে বলে জানান তিনি। গাদা ফুল রোপনকৃত ৪০ শতক জমিতে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। স্বাধীনতা ও বিজয় দিবসেই তিনি ফুল বিক্রি করেছেন ২০-২২ হাজার টাকার। ফুল বাগান পরিচর্যায় হিসেবে শুধু আগাছা পরিস্কার করতে হয়। এছাড়া ফুলে পোকার উপস্থিতি দেখা দিলে কীটনাশক ও গাছ রোগাটে হলে ভিটামিন স্প্রে করতে হয়। ফুল সংরক্ষনের সুবিধা, সহজ ঋণ ও বাজারজাতকরনের সুযোগ সৃষ্টি হলে বিভিন্ন প্রকার ফুলের আবাদ করে সকল ফুল চাষী লাভবান হবে বলে জানান তিনি।

Spread the love