শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাস ও আ’লীগ কার্যালয়ে আগুন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাস ও আওয়ামী লীগের স্থানীয় দুটি কার্যালয়ে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

সোমবার ভোরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দেওয়া হয়। একই সময় জেলার সদর উপজেলার জগদল ও টুনিরহাট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়েও আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে মুখোশধারী কয়েকজন যুবক বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে বাস দুটি পুড়ে যায়।
দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জগদল বাজার আওয়ামী লীগ অফিসে আগুন দিয়ে পালানোর সময় টহলরত আনসার সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ সময় আগুন নেভাতে গিয়ে মোসলেম (২৬), আমিরুল হক (৪৮) ও জমিরুল ইসলাম (২০) নামে তিন আনসার সদস্য আহত হন। আগুনে অফিসের আসবাবপত্র ও দরজা-জানালা পুড়ে গেছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক জানান,  খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিউল গণি জানান, পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মিঠাপুকুর এলাকায় সাইম স্বপ্নিল (ঢাকা মেট্রো-জ-৫৮৪৫) ও জয় সাক্ষর (চট্ট মেট্রো-জ-১১০১২৮) নামে দাঁড়য়ে থাকা বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের জগদল বাজার ও কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট আওয়ামী লীগ অফিসে আগুন দেয় তারা।

Spread the love