বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় বাংলাবান্ধা বাইপাস সড়কটির বেহাল অবস্থা

Panchপঞ্চগড় হতে বাংলাবান্ধা স্থল বন্দর যাওয়ার বাইপাস সড়কটির বেহাল অবস্থা দেখার কেউ নেই। পঞ্চগড় শহরের ব্যারীস্টার বাজার হতে সীমান্ত ঘেষে ভজন পুর, শালবাহান হাট হয়ে তিরনই ৪৫ কি: মি: পাকা সড়কটি অধিকাংস জায়গা খানা খন্দকে বেহাল অবস্থায় পড়ে আছে । সরেজমিনে দেখা যায় এ সমস্থ জায়গা যাওয়ার ভেঙ্গে যাওয়ার প্রধান কারন ট্রাক্টর দিয়ে অন্য স্থান থেকে রাস্থায় পাথর আনা নেয়া। এভাবে প্রতিদিন রাস্তার বেহাল অবস্থা সৃষ্ঠি হচ্ছে। এ সড়কের পার্শে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন স্কুল পড়ুয়া শত শত ছাত্র-ছাত্রীকে জীবনের ঝঁকি নিয়ে স্কুলে যেতে হয়। এলাকা বাসী ছাত্র-ছাত্রীদের অভিভাবক রাস্তাটি দ্রুত মেরামত করে আগামী দিনের ভবিষ্যৎ দেশের কান্ডারী শিক্ষার্থীদের জীবন বাঁচাতে সহযোগিতা করতে কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। রাস্তার বেহাল অবস্থা থাকায় জীবনের ঝুঁকি নিয়ে অনেক ছাত্র ছাত্রী স্কুলে যেতে চায় না। এলাকাবাসী রাস্তাটি দ্রুত মেরামতের জোর দাবী জানান।

Spread the love