শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পরিবারের সফলতার গল্প-বার্ষিক প্রতিফলন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ২৫ সেপ্টেম্বর সোমবার সুইহারীস্থ নভারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দিনাজপুর এর হল রুমে দিনাজপুর এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে হতদরিদ্র পরিবারের সফলতার গল্প, বার্ষিক প্রতিফলন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি অফিসের লাইভলি হুড স্পেশালিষ্ট কাজল কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ধর্ম প্রদেশ এর রেভাঃ বিশপ সেবাষ্টিয়ান টুডু। বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী, নভারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিষ্টার মালতী কস্তা ও দিনাজপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডাঃ আরোজ উল্লাহ। কর্মশালায় ওয়াল্ড ভিশনে বাস্তবায়নে আল্ট্রা পোর গ্রাজুয়েশন প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে তারা যে স্বপ্ন একদিন দেখেছিল যেমন, উন্নতমানের ল্যাট্রিন ব্যবহার, সবজী চাষ, হাস-মুরগী খামার, সেলাই মেশিন প্রশিক্ষণের মাধ্যমে একটি পাকা বাড়ী করার স্বপ্ন স্বার্থক হওযার গল্প বলেন মল্লিকা বেগম, শিউলী বেগম, রুখশানা বেগম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মূ ও ডরিস লিয়া হাসদা। সার্বিক তত্ত্ববধানে ছিলেন প্রোগ্রাম অফিসার দীনো দাস। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন আনতে গেলে নারীদের অর্থনীতিকভাবে স্বচ্ছলতা বৃদ্ধি করতে হবে। সাধারণ জনগণের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের জনগণকে জনসম্পদে রূপান্তর করতে ওয়ার্ল্ড ভিশনের প্রচেষ্টা প্রশংসনীয় বলে আমরা মনে করি।

Spread the love