শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পল্লীশ্রীতে স্পীচ থেরাপী ক্যাম্প

গতকাল মঙ্গলবার পল্লী শ্রী মিলনায়তনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর উদ্যোগে ৫ দিন ব্যাপী কাটা ঠোঁট ও কাতা তালু শিশুদের অভিভাবক ও রিসোর্স কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণের উদ্দেশ্যে কথা শিক্ষা / স্পীচ থেরাপী ক্যাম্প  অনুষ্ঠিত হয়। ৫ দিন ব্যাপী এই ক্যাম্পে ১৫ জন শিশু, অভিভাবক ও ৫ জন রিসোর্স কমিউনিটি স্বাস্থ্য কর্মী অংশ গ্রহণ করেন। মূল প্রশিক্ষক হিসেবে সিআরপি ঢাকা হতে আগত প্রভাষক, স্পীচ ও ল্যাংগুয়েজ থেরাপিষ্ঠ সুষমা কানান ক্যাম্পটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সিডিডি’র পক্ষে বলা হয়েছে কাটা ঠোঁট কাটা তালু শিশু ও অভিভাবকদের ভাষা ও কথা যথাযথ বিকাশের লক্ষ্যে অপারেশন  ক্লেফট প্রকল্পের আওতায় প্রতি বছর সারা দেশব্যাপী ৪টি সার্জারী ও ৪টি স্পীচ থেরাপী ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সিডিডি’র প্রজেক্ট ম্যানেজার হাসিবা হাসান জয়া ও সিডিডি’র সহযোগী সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়।

Spread the love