শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পল্লীশ্রীর উদ্যোগে খাদ্য নিরাপত্তার ঘাটতি ও সম্ভাবনা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Polly Sreeজিন্নাত হোসেন : পল্লীশ্রী একটি বেসরকারী উনয়ন সংস্থা। সংস্থাটি ৪ ফেব্রুয়ারী ১৯৮৭ সাল থেকে দরিদ্র ও পিছিয়ে পড়া বা প্রান্তিক জনগোষ্টীর জন্য কাজ করে আসছে। উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে পল্লীশ্রী দিনাজপুরের কাহারোল উপজেলার ৪টি ইউনিয়নে খাদ্য নিরাপত্তা, সুশাসন বিষয়ক কাজ করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম বাংলাদেশের অর্থায়নে এবং পল্লীশ্রীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া প্রকল্পটি অক্সফাম বাংলাদেশের কারিগরী সহযোগীতায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ৩৬৪ জন প্রান্তিক কৃষক এবং জেলেদের ২০টি কমিউনিটি ভিত্তিক সংগঠনের আওতায় সংগঠিত করে তাদের সক্ষমতা বৃদ্ধি করবে। ফলে খাদ্য নিরাপত্তা জনিত কার্যক্রমে তাদের অংশগ্রহণ জোরদার হবে।

বুধবার দিনাজপুর প্রেসক্লাব মিলনাতনে পল্লীশ্রী আয়োজিত খাদ্য নিরাপত্তার ঘাটতি ও সম্ভাবনা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী শামীমা বেগম পপির স্বাগত বক্তব্যে এসব কথা বলেন। পল্লীশ্রীর ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাংবাদিক রতন সিং, লতিফুর রহমান, মোর্শেদুর রহমান, শামীম রেজা, রুস্তম আলী মন্ডল, আবু বক্কর সিদ্দিক, সালাহ উদ্দীন আহমেদ, রফিকুল ইসলাম ফুলাল, রিয়াজুল ইসলাম, আবুল কাশেম, সানি সরকার, মিলন প্রমুখ।

 

Spread the love