শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পল্লীশ্রী’র উদ্যোগে দিনাজপুরে জেলা পর্যায়ে কৃষি সেবা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় পল্লীশ্রী’র উদ্যোগে ‘‘খাদ্য নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় দরিদ্র ও বিপদাপন্ন কৃষক ও জেলেদের অংশগ্রহন ও প্রভাব বৃদ্ধিকরণ’’ প্রকল্পের আয়োজনে গতকাল মঙ্গলবার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা পর্যায়ে কৃষি সেবা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম এর সভাপতিত্বে নাগরিক সংলাপে মোঃ আনোয়ারুল আলম, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোঃ হাসান ফেরদৌস সরকার, জেলা মৎস্য কর্মকর্তা, শংকর কুমার বসাক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, আব্দুস সাত্তার মন্ডল, উপ পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মোঃ আহসানুল হক চৌধুরী, উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর, মোঃ তারিকুল আলম, জোনাল ম্যানেজার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, গণ সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী কৃষক ও প্রকল্পের গণ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নাগরিক সংলাপ অনুষ্ঠানে কৃষি সেবা বিষয়ক কার্যকারিতার উপর পরিচালিত জরিপের তথ্য উপাত্ত সম্বলিত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া উপস্থিত দরিদ্র কৃষকেরা কৃষি সেবা বিষয়ে তাদের সমস্যা ও বিভিন্ন রকম দাবী ও অভিযোগ তুলে ধরেন। দাবীগুলোর প্রেক্ষিতে সরকারি কর্মকর্তাবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সরকারি সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং গণ সংগঠনের সদস্যদের আরো বেশী সংগঠিত হয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে কৃষি বিষয়ক সেবা গ্রহনের জন্য উৎসাহিত করেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার মোঃ তারিকুল আলম গণ সংগঠনের সদস্যদের প্রতিশ্রুতি দেন যে যারা বর্গাচাষী তারা যদি কৃষি ঋণের জন্য আবেদন করে তাহলে সরকারি নীতিমালা অনুযায়ী তার আবেদন সক্রিয় বিবেচনায় রাখা হবে এবং তারা যাতে কৃষি ঋণ পায় সেদিকে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন।

Spread the love