শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাঁচবিবিতে স্কোয়াস ও ব্রকলি প্রর্দশনী

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ॥ জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশী জাতের সবজি স্কোয়াস ও ব্রকলি চাষ মাঠ দিবস প্রর্দশনী হয়। উপজেলার কড়িয়ার লকমা এলাকার স্কোয়াস চাষী মিঠু ও ব্রকলি চাষী নুরুল আমিনের ক্ষেতে মাঠ দিবসটি হয়। স্থানীয় এনজিও ’জাকস ফাউন্ডেশনের’ সার্বিক সহযোগিতায় তারা অন্যান্ন চাষাবাদের পাশাপাশি এসব চাষে এগিয়ে আসেন। খরচ বাদে এসব চাষে ভালো লাভবান হয় বলেও জানান তারা।

জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মো. শাহাদত হোসেন এসব বিদেশী জাতের সবজি চাষের পদ্ধতি ও এর গুণাবলী বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মঙ্গলবার বিকালে স্থানীয় কৃষক মোতালেব চৌধুরীর সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার শাখা ব্যবস্থাপক মো. হাবিব, সহকারি কৃষি কর্মকর্তা সুরুজ্জামান হাসানসহ এলাকার প্রান্তিক কৃষক মামুন, আনিছুর, সোবাহান ও মুন্নাসহ অনেকেই।

Spread the love