বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাবনায় হেরোইন ও নগদ টাকাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পলাতক ০১ জন

র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ১৩ অক্টোবর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর ইউপির কাশিপুর সাধুখাঁর বটতলা সাকিনে অভিযান চালিয়ে মাদাক ব্যবসায়ী ১। মোসাঃ মনিরা বেগম (৪৫), স্বামী- মোঃ কামাল প্রামাণিক, ২। মোঃ পান্না (২২), ৩। মোঃ হযরত আলী (২০), উভয় পিতা- মোঃ কামাল প্রামাণিক, সর্ব সাং- কাশিপুর বটতলা, ৪। মোঃ লেবু মিয়া (৪৫), পিতা- মৃত আমজাদ হোসেন, সাং-কাচারীপাড়া, থানা ও জেলা- পাবনাদেরকে সর্বমোট ০৯ (নয়) পুরিয়া অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন, মাদক বিক্রয়লব্ধ নগদ ১,২৬,৯০৭ টাকা এবং ০৩টি মোবাইল সেট (SHYMPHONY D48, MICROMAX 071, SHYMPHONY W94) সহ গ্রেফতার করা হয়। এ সময় পলাতক আসামী ৫। মোঃ মুন্না (২৬), পিতা- মোঃ কামাল প্রামাণিক, সাং- কাশিপুর বটতলা, থানা ও জেলা- পাবনা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ০১(এক) গ্রাম এবং মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা।

 

উল্লেখ্য ধৃত আসামী ১, ২, ৩নং ও ৫নং পলাতক আসামী পরস্পর সম্পর্কে মা-ছেলে বলে জানা যায় এবং তারা দীর্ঘদিন যাবত অত্র এলাকায় পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইনের ব্যবসা করে আসছে বলে স্থানীয়ভাবে জানা যায়। এ বিষয়ে পাবনা জেলার পাবনা সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Spread the love