বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাবনায় অস্ত্র ও গুলিসহ সাধুপাড়ার দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার

র‌্যাব তার জন্মলগ্ন হতেই সন্ত্রাসী, খুনী, ঘৃন্য অপরাধীসহ বিভিন্ন ধরণের দুঃস্কৃতিকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করে অপরাধ নির্মুলে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। র‌্যাব ১২ এর আওতাধীন এলাকাতেও র‌্যাব অপরাধ নির্মূলে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র‌্যাব ইতি মধ্যেই জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানীর একটি আভিযানিক দল অদ্য ০১ নভেম্বর ২০১৫ তারিখ দুপুর অনুমান ১২৩০ ঘটিকায় কোম্পানী কমান্ডার শেখ মনিরুজ্জামান, পিএএম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আব্দুল হাই সরকার এর নেতৃত্বে পাবনা সদর থানাধীন সাধুপাড়া চামড়া গুদাম সাকিনে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী আপেলকে গ্রেফাতরের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাধুপাড়া এলাকার ত্রাস শীর্ষ সন্ত্রাসী সোয়াদ আনাম সিদ্দিক@আপেল, পিতা- মোঃ মনোয়ারুল আলম সিদ্দিক, সাং- পশ্চিম সাধুপড়া, থানা ও জেলা- পাবনাকে ০১টি বিদেশী রিভলবার, ০১টি ৭.৬২ মিঃলিঃ খালি ম্যাগাজিন, ১৬ রাউন্ড রিভলবারের গুলি, ০১টি ধারালো তরবারী যা লম্বায় ২৭.৫ ইঞ্জি, ০২টি মোবাইল ও ০৭টি মোবাইল সীমসহ গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে পাবনা সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Spread the love