শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরের দাগলাগঞ্জে জমি নিয়ে সংর্ঘষ ॥ আহত-৩

একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :পার্বতীপুরে জমিজমা দখল কে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ কাজীপাড়া গ্রামে। এঘটনায় গত শনিবার রাতে আকতারা বেগম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ কাজীপাড়া গ্রামের মৃত কাজী আফাজ উদ্দিন জীবিত অবস্থায় ৩ কন্যার নামে ৩ বিঘা ও স্ত্রী আকতারা বেগমের নামে সাড়ে ৫ বিঘা জমি লিখে দিয়ে যায়। এই জমির ফৌতি অংশ নিয়ে একই গ্রামের কাজী কুতুব উদ্দিনের পুত্র কাজী নাজমুল হুদা (৪২), কাজী নুর ইসলাম (৪০), কাজী নজরুল ইসলাম (৩৮) ও কাজী মিজানুর রহমান (৩৫)’সহ ১০/১২ জন গত শনিবার সকালে লাঠি সোটা নিয়ে তাজনগর মৌজার ৫৪১/১৭৭১ খতিয়ানের ২১৯৬, ২১৭০, ২১৭১ ও ২১৭২ দাগে প্রায় ২ বিঘা জমি দখল করে। এসময় বিধবা আকতারা বেগম (৪৫), কন্য আফরোজা বেগম (২০) ও জামাজা কাজী রুবেল (২৮) খবর পেয়ে বাধা দিতে গেলে বেধড়ক মারপিট করে তাদের গুরুতর আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি হয়েছে। এ সুযোগে বিবাদী পক্ষ জমি জবর দখল করে কলা গাছ রোপন করে। গতকাল রাতেই আকতারা বেগম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। হাসপাতালে বাদীনির অভিযোগ করে বলেন, গতকাল পুলিশের উপস্থিতে বিবাদী পক্ষ জায়গা দখল করেছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Spread the love