শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির জিটিসির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সোয়েল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর পক্ষ থেকে শহীদ দিবস ও আর্ত্মজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উদযাপন উপলরোত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)-এর কর্মকর্তাগণ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া পাথর খনির জিটিসি’র মহা-ব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী ও জামিল আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজার (ক্যাটারিং) জাহিদুল ইসলাম, ম্যানেজার (এইচআর) মোঃ আনোয়ার হোসেন, চীপ ইন্টারপ্রেটর জাহিদ হোসেন, ইন্টারপ্রেটর নাজিম উদ্দিন, খায়রুল আনাম, তপন কুমার, বিদ্যুৎ, আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার ডঃ ফররুখ আহম্মেদ বাবু, অফিস এঙজিকিউটিভ সোহেল আহম্মেদ, মিডিয়া অফিসার মোকসেদুল সরকার মুকুল, অভি, আরিফ প্রমুখ।

 

Spread the love