শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর থেকেঃ ‘‘জ্ঞানই জীবন’’ এবারের প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে গতকাল মঙ্গলবার দিনাজপুরে পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৫ উদযাপনে এক বনার্ঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। স্কুল কলেজের দুই শতাধিক ছাত্র-ছাত্রী র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে দুপুর ১২টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সষ্ট্রাক্টর আহসান হাবিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোখসানা বারি রুকু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নীলকান্ত মহন্ত, ল্যাম্ব দুর্যোগ ঝুকি হ্রাস প্রকল্পের পিডি ট্রেইনার কলিস্তিনা মারান্ডী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী লতিফুর রহমান ও অফিস সহকারী নাজির হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহড়া প্রদর্শন করে।

Spread the love