শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে একই রাতে রেলের দুটি বাসায় দুর্ধষ চুরি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে একই রাতে রেলের দুটি বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রেলের দুটি বাসা থেকে প্রায় পোনে ২ লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রেলওয়ে থানা পুলিশ হিরা (২৭) ও হিরু (৩০) নামে দুই চোর কে আটক করে।

জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টা দিকে চোরেরা শহরের বাবুপাড়া একই মহল্লার লুৎফর রহমান খান ট্রেনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) (টি-৪৬ বাসা)য় ঢুকে দরজার তালা ভেঙ্গে ব্যবহৃত ৬০ হাজার টাকার মূল্যের ডিল ল্যাপটপ, আলমারীতে রাখা ৩০ হাজার টাকা, এক ভরি ওজনের কানের দুল ও আংটি এবং পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের সিনিয়র নার্স শিউলী বায়েন (টি-১৬৩ বাসা) থেকে আলমারীর তালা ভেঙ্গে ১৫ হাজার টাকা, আট আনা ওজনের গলার সোনার চেন, দুটি রুপার চেন ও একটি আন্টি চুরি করে নিয়ে যায়। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে রেল স্টেশনের ১নং প্লাটফর্মে দিনাজপুর-ঢাকাগামী নীল সাগর ট্রেনের টিকিট কাটতে গিয়ে দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের বাংলাদেশ ২৪কম অনলাইন পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি ডা. মো. রুকুনুজ্জামান বাবুল মানিব্যাগে রাখা মূল্যবান কাগজপত্র ও ১ হাজার পকেটমারের খপ্পরে পরে খোয়া যায়। যার টিকিট নং ০০৯৯৫৩১৭ ও বগি ঘ-২১।

পার্বতীপুর রেলওয়ে জিআপি থানার (ওসি) সাজু মিয়া জানান, চুরির বিষয়টি আমি এখনও জানিনা।

Spread the love