মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে দিনব্যাপী মিডওয়াইফারী ছাত্রীদের মেধা বিকাশ মেলা

মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর থেকেঃ দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ল্যাম্ব হাসপাতালে দিনব্যাপী মিডওয়াইফারী ছাত্রীদের মেধা বিকাশ মেলা শেষ হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ল্যাম্ব হাসপাতাল চত্ত্বরে মেলার উদ্বোধন করেন ল্যাম্ব প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক স্মিতা হাসদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল্যাম্ব এর নির্বাহী পরিচালক (ভাঃ) মিঃ স্বপন পাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির টেকনিক্যাল অফিসার আসলাম পারভেজ ও মনিটরিং অফিসার প্রীতি এলিজাবেথ হলসনা, ডেভেলপিং মিডওয়াইভস প্রোজেক্টের প্রোজেক্ট কো-অর্ডিনেটর রবার্ট মৃম্ময় খান লকেট, পরিচালক (নার্সিং) বুলবুলি মলি­ক। এছাড়াও বক্তব্য রাখেন খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নে অবস্থিত দেউলগাও সেফ ডেলিভারী ইউনিটের সভাপতি শমসের আলী, বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে ট্যাক্সেরহাট সেফ ডেলিভারী ইউনিটের সভাপতি আঃ আজিজ, সাংবাদিক মনজুরুল আলম, ছাত্রীদের অভিভাবক কামরুল হাসান, মিসেস সন্ধ্যা রানী, আঃ রহমান প্রমুখ। অনুষ্ঠানে মিডওয়াইফারী শেষ বর্ষের ছাত্রীরা কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও নাটিকা (চাঁদনীর কোলে চাঁদের আলো) পরিবেশন করে ব্যাপক প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিডওয়াইফারী ফাইনাল ইয়ারের ছাত্রী সম্পা রায় ও রিয়া।

উল্লেখ্য, পার্বতীপুর শহরের সোজা ৩কিমি পশ্চিমে অবিস্থত ল্যাম্ব হাসপাতাল। ইউকেএইড এর আর্থিক সহায়তায় এবং ব্র্যাক ইউনিভার্সিটি ও ল্যাম্ব প্রশিক্ষন কেন্দ্রের যৌথ পরিচালনায় বাংলাদেশ সরকার অনুমোদিত তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারী প্রোগ্রামে ২০১৩ সালের জানুয়ারী মাসে ৩০জন ছাত্রী নিয়ে ১ম ব্যাচ শুরু হয়। ২০১৪ সালের জুলাই মাসে ২৯জন ছাত্রী নিয়ে ২য় ব্যাচ প্রশিক্ষন শুরু হয়েছে।

Spread the love