শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে বিদ্যুতের আলোয় জ্বলে উঠলো ৭২৫ পরিবার

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের পার্বতীপুরে ৭২৫টি পরিবার বিদ্যুতের আলোয় জ্বলে উঠলো। আজ শুক্রবার (৩১-১০-১৫) উপজেলার হামিদপুর ইউনিয়নের উত্তরপাড়া, মোল্লাপাড়া, গাছুয়াপাড়া, বালাপাড়া, বাউলপাড়া, দাসপাড়া, ভানিয়াপাড়া, করতোয়াপাড়া ও সুলতানপাড়ায় বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন সরকারের প্রাথমিক ও গণশিা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (সদস্য পরিকল্পনা ও উন্নয়ন) সুনীল চন্দ্র দে, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, ইয়ংস্টার কাবের সভাপতি আমজাদ হোসেন ও পার্বতীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম প্রমুখ।

পার্বতীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ আশরাফুল হক জানান, বিদুৎ বিভাগের মহা পরিকল্পনার আওতায় পার্বতীপুরের ১০ইউনিয়ন ও এক পৌরসভায় বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ লাইনের ১২০ ফুটের আওতায় গ্রাহকরা সংযোগের আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে সংযোগ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ সংযোগের নামে যাতে টাউট, দালাল, বাটপার ও প্রতারকদের কোন উৎকোচ না দেয় সে জন্য পুরো উপজেলায় মাইকিং করা হচ্ছে। সেই সাথে স্কুল-কলেজ মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনা সভা করা হয়েছে। মসজিদের ঈমামদের চিঠি দেওয়া হয়েছে জন সচেতনতা সৃষ্টির জন্য। ২০১৪ সাল পর্যন্ত কোন গ্রাহকের আবেদন আর পড়ে নেই তার অফিসে। ২০১৮ সালের মধ্যে ৯০ভাগ এবং ২১সালের মধ্যে ১০০ভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে গোটা পার্বতীপুর উপজেলা।

 

Spread the love