শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফলমুলে ফরমালিন ও ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে নতুন বাজারে লাইন্সে বিহীন মটর সাইকেল, ফলের দোকান, হোটেল-রেস্টুরেন্ট, জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হযেছে। এ সময় দুই মটর সাইকেল এর মালিক কে ৭শ’ টাকা, বাস টার্মিনাল এলাকার তোফার হোটেল এর মালিক তোফা কে ২শ’ টাকা, আবু তালেব হোটেল এর আবু তালেব কে ৫শ’ টাকা, সাইদুল হোটেল এর সাইদুল হোটেল কে ১ হাজার টাকা, মাংস ব্যবসায়ী মোসলেম কে ২শ’ টাকা, শহীদ মিনার এলাকার ফলের দোকানের শফিকুল ইসলাম কে ৫শ’ টাকা, রেল লাইনের ধারে পশ্চিমে গড়ে ওঠা হোটেল রেস্তোরা শ্রমিক লীগ, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির কার্যালয়ে জুয়া আসর চালার অপরাধে ১শ’ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম। এসময় উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মনজুরুল আলমসহ বিপুল সংখ্যক আইন শৃঙখলার লোকজন উপস্থিত ছিলেন। বিশুদ্ব খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ সংশোধনী ২০০৫ ও ১৮৬৮ সালের ৪ ধারার বিভিন্ন ধারা এবং ৫এর ৬(১) ধারার ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৩ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Spread the love