শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত ১

মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর থেকে : দিনাজপুরের পার্বতীপুরে ভিটে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের মীমাংসা বৈঠকে প্রতিপক্ষরা এক ভ্যানচালক কে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে। সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট গৌরপাড়ার মৃত পরেশ রায় ওরফে ফকদুলুর পুত্র ভ্যানচালক রমানাথ রায়ের সাথে প্রতিবেশী মন্টুর পুত্র জয়ন্তদের বাড়ীর সীমানা নিয়ে গত শুক্রবার সকালে ঝগড়াঝাটি হয়। এ নিয়ে রাত ৯টার দিকে ওয়ার্ড মেম্বার হাবিবের নেতৃত্বে এক শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে এক পর্যায়ে জয়ন্তরা ক্ষিপ্ত হয়ে শালিসের কাউকে কোন তোয়াক্কা না করে ভ্যানচালক রমানাথ কে বেদম ভাবে মারপিট করে গুরুতর আহত করে। আহত রমানাথ কে শালিসস্থল থেকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে গভীর রাতেই এম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। এলাকাবাসীরা জানায়, ইতিপূর্বে তারা ৩টি ঘটনা ঘটিয়ে টাকার বিনিময়ে মীমাংসা করে।

 

Spread the love