শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুর রেলওয়ে কাজে অনিয়ম যাত্রীদের চরম দূর্ভোগ

দিনাজপুর প্রতিনিধিঃ- উত্তরাঞ্চলের বৃহৎ রেলওয়ে জংশন ষ্টেশন দিনাজপুরের পার্বতীপুর স্টেশন ছাদঢালাই সংস্কার ও পুনঃনির্মাণের ফলে যাত্রীদের ভোগামিত্মর সিকার হচ্চে। এতে যাত্রীারা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। পার্বতীপুর স্টেশনের রি-মডেলিং ও রিপেয়ারিং কাজ গত মার্চ/১৪ সম্পন্ন হওয়ার কথা তা এখন হয়নি। এ কাজের জন্য ৯৪ লক্ষ ৯৬ হাজার ৮শ টাকার বরাদ্দ করা হয়। সময় মত ৩০ভাগ কাজ করে বাকি কাজ চলছে ধিরগতিতে। রাজশাহী বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা যায়, পার্বতীপুর স্টেশন পুনঃ সংস্কার কাজ পান ঠিকাদার হোসেন এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৩ সালের ১৫ আগষ্ট কাজ শুরু করে। ২০১৪ সালের ৩০ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান-এর সাব ঠিকাদার ৩০ভাগ কাজ করে বাকি ৭০ ভাগ কাজ ফেলে রেখে চলে যায়। এর পর মুল ঠিকাদার হোসেন এন্টারপ্রাইজ পুনরায় কাজ শুরম্ন করেন। তবে কাজের গুনগত মান সঠিক না হওয়ার অভিযোগ উঠেছে। নিয়মনীতি কে উপেক্ষা করে বেশি ভাগ স্ক্রার্প মালামাল গুলো রাতে আধারে সরিয়ে ফেলে অল্প মালামাল জমা দেয়। পার্বতীপুর স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন ভবনের ছাদ ভেঙ্গে ফেলার কারনে ও সময় মত কাজ বুঝে না দেওয়ায় সাধারন যাত্রীদেরসহ রেলষ্টেশন কর্তৃপক্ষকে চম দূর্ভোগ পোয়াতে হচেছ।

Spread the love