শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর মেয়রের কার্যালয়ে এ আয়োজন করে পীরগঞ্জ পৌরসভা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সহকারী অফিসার(ভূমি) তরিকুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,পৌর স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম প্রমূখ। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনকে রানা, যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল,নির্বাহী সদস্য দীপেন রায়, সাহিত্য সম্পাদক আমিনুর রহমান হৃদয়সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের এই ক্যাম্পেইনের মাধ্যমে পীরগঞ্জ পৌরসভার ৫হাজার ৬৫০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যাদের বয়স ৬থেকে ১১মাস তাদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২থেকে ৫৯মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।



Spread the love