শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে নির্বাচনী দায়িত্ব দেয়ার নামে দেড় উৎকোচ গ্রহণের অভিযোগ

Pirganjসদ্য সমাপ্ত ঠাকুরগাও জেলার

পীরগঞ্জ উপজেলা

নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব

দেওয়ার নামে আনসার

ভিডিপি সদস্যদের কাছ থেকে

দেড় লক্ষাধিক টাকা

উৎকোচ গ্রহনের অভিযোগ উঠেছে পীরগঞ্জ ভারপ্রাপ্ত

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিরদ্ধে। এ

বিষয়টি নিয়ে আনসার ভিডিপি সদস্যদের মাঝে

চরম চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, পীরগঞ্জ উপজেলা নির্বাচনে ৭৬টি কেন্দ্রে

আনসার ভিডিপির ৭৬ জন পিসি (প্লাটুন কমান্ডার),

৭৬ জন এপিসি ( সহকারি প্লাটুন কমান্ডার), পুরুষ

আনসার ৪শ ৫৬ জন ও মহিলা আনসার ৩ শ ৬

জনসহ মোট ৯শ ১২ জন সদস্য নিয়োগ দিতে সদস্য

প্রতি ২শত থেকে ৫শত টাকা নেওয়া হয়েছে বলে

অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ আনসার ভিডিপি

সদস্যরা জানান, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা

আনসার ও ভিডিপি কর্মকর্তার কাছে নিয়ম নীতির

কোন বালই নেই। টাকা পেলে তিনি অনিয়মকে

নিয়মে এবং নিয়মকে অনিয়মে পরিনত করেন। তিনি

যোগদানের পর থেকেই এ অফিসটিকে দূর্নীতির

আখরায় পরিনত করেছেন। আনসার ভিডিপির

সদস্যদের একই পরিবারে একের অধিক সদস্যকে

একই ভোট কেন্দ্রে দায়িত্ব দেওয়ার নিয়ম না

থাকলেও তিনি এ নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে

শুধুমাত্র অর্থের লোভে তা হরহামেশাই করছেন।

এবারের উপজেলা নির্বাচনে তিনি একই পরিবারের

একাধিক সদস্যের  এমন অর্ধশতাধিক পরিবারকে

ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব দিয়েছেন অর্থের

লোভে। এছাড়ও ১৮ বছরের নিচে কোন শিশুকে

ভোট কেন্দ্রে দায়িত্ব দেওয়া নিয়ম না থাকলেও তিনি

১২/১৩ বছরের শিশুদের দিয়ে ভোট কেন্দ্রের দায়িত্ব

পালন করিছেন। নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্র

পরিদর্শনের সময় এ সব অনিয়ম পরিক্ষিত হয়।

বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি

কর্মকর্তার নানা অনিয়ম ও দূর্নীতি বিষয়ে পীরগঞ্জ

উপজেলার আনসার ভিডিপির দলপতিরা গত দূর্গা

পুজার সময় উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে

জানালেও কর্তৃপক্ষ অজ্ঞাত কারনের তার বিরদ্ধে

কোন ব্যবস্থা নেয় নি। ফলে উপজেলার আনসার

ভিডিপি সদস্যদের মাঝে চরম চাপা ক্ষোভ ও

উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি

কর্মকর্তা মোঃ মহিউল ইসলাম বলেন, ৫ বছরে

একটা নির্বাচন, তাই অফিস খরচ বাবদ কিছু নেওয়া

হয়। এ টাকাতো আমি নিজে খাইনা উর্দ্ধতন

কর্মকর্তাদেরও ভাগ দিতে হয়। তাছাড়া

সাংবাদিকদের জন্যও টাকা বরাদ্দ আছে।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশরাফ আলী

বাদশা বলেন, এই ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও

ভিডিপি কর্মকর্তা ডিউটি দেওয়ার নামে আনসার

ভিডিপি সদস্যদের কাছ থেকে এর আগেও

অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। আমি

অবৈধভাবে টাকা নেওয়ার বিষয়টি উপজেলা

পরিষদের মিটিং এ উথাপন করলে সে আনসার

ভিডিপি সদস্যদের কাছে টাকা ফেরত দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাববীর

আহমদ বলেন, আমি সংবাদপত্রের স্বাধীনতাকে

বিশ্বাস করি। কোন কর্মকর্তার বিরদ্ধে অভিযোগ

থাকলে তা নিয়ে লিখবেন। তাতে আমার আপত্তি

নেই।

আনসার ভিডিপি’র ঠাকুরগাও জেলা অ্যাডজুন্টেট

মোঃ আব্দুাল্লাহ্ সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি

জানান, নির্বাচনের দিন তিনি পীরগঞ্জে থাকলেও

তাকে এ ব্যাপারে কোন অভিযোগ কেউ করে নি।

তিনি এ ব্যাপারে কিছু জানে না বলে সাব জানিয়ে

দেন।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ আনসার ভিডিপি সদস্যরা ও

সচেতন এলাকাবাসী গ্রহনকৃত উৎকোচের টাকা দ্রুত

ফেরত দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ ও

দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি

অনুরোধ জানিয়েছেন।

 

 

Spread the love