মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে পাপ মোচন ও পুণ্য লাভের আশায় গঙ্গাস্নান

বিষ্ণু পদ রায়, পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ॥ পাপ মোচন ও পুণ্য লাভের আশায় ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কোষারাণীগঞ্জ গ্রামের টাঙ্গন নদী’র সতির ঘাটে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মত চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে দুই দিন ব্যাপী গঙ্গা স্নান,তর্পন,সাধুর বাজার,প্রসাদ বিতরণ ও মিলন মেলা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন,এসময় গঙ্গাস্নান করলে পাপ মোচন ও পুণ্য লাভ অর্জন করা যায়। স্নানের পর ভক্তরা মন্ত্র পাঠ করে টাঙ্গন নদীতে অঞ্জলী দেন। আয়োজক কমিটির সভাপতি শংকর রায়, ব্রজেশ্বর রায় জানান অঞ্জলী শেষে পুণ্যার্থীর মধ্যে ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। সতির ঘাট শ্মশান মন্দিরে স্থাপন করা হয়েছে কালীসহ বিভিন্ন প্রতিমা। ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা শুদ্ধতা লাভের জন্য এবং মনোবাসনা পূরণের লক্ষ্যে ভক্তরা আসেন টাঙ্গন নদী’র সতির ঘাটে। সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী, শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় এ স্থানটি।

Spread the love