শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ গ্রেপ্তার ১

পীরগঞ্জ, ঠাকুরগাঁও : জেলার পীরগঞ্জ থানা পুলিশ ২ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ ১ যুবককে আটকের পর মোটা অংকের অর্থের লেনদেনের মাধ্যমে মোটর সাইকেলটি ছেড়ে দিয়ে আটক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে।

জানা গেছে রঘুনাথপুর গ্রামের অবসর প্রাপ্ত প্রফেসর সফিউর রহমান এর পুত্র আলস্নামা ইকবাল সজীব, ব-পালিগাও গ্রামের ইয়াকুব আলী পুত্র বকুল হোসেন ও জয়কৃষ্টপুর ওরফে তাজপুর গ্রামের আব্দুল আজিজ এর পুত্র রফিকুল ইসলাম থানা পুলিশের মাধক বিরোধী অভিযান চলাকালে রাণীশৈংকল সড়কে অবস্থিত রমজান আলীর মোটর সাইকেল গ্যারেজে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কালে আলস্নামা ইকবাল সজীব পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুরশিদুল করিম মুহাঃ ইসতেশাম এর নেতৃত্বে এসআই বিশ্বনাথ রায়, এসএসআই মিজানুর রহমান ও সঙ্গীয় পুলিশের হাতে আটক হয়। এ সময় পুলিশ ২ বোতল ফেন্সিডিল ও তাদের ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করেন। অপর ২ জন যুবক ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সজীব সহ ৩ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-০৯ তাং ১৩.০৭.১৪ ইং।

পরে জানা যায়, ফেন্সিডিল সহ আসামীদের ব্যবহৃত ভিক্টর ১০০ সিসি কালো রংয়ের মোটর সাইকেলটি থানা পুলিশ জব্দ করলেও মোটা অংকের বিনীময়ে গভীর রাতে আ’লীগের এক নেতার মাধ্যমে তা ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃস্টি করেছে। এ ব্যা্পারে থানার অফিসার ইনচার্জ মুরশিদুল করিম মুহাঃ ইসতেশাম জানান আটক সজীব কে জেল হাজতে পাঠানো হয়েছে।

Spread the love