শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে রামকৃষ্ণ মিশনের সনাতন ধর্মসভা আনুষ্টিত

SAMSUNG CAMERA PICTURESবিষ্ণু পদ রায় পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় বাঁশগাড়া বুড়াধাম হাইস্কুল মাঠে পীরগঞ্জ শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রম সংঘের আয়োজনে শনিবার সন্ধায় সনাতন ধর্মসভা অনুষ্টিত হয়েছে। আলমপুর রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সভাপতি শ্রী ভোলানাথ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী শান্তিকারানন্দ মহারাজ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি শ্রী নীতীশ কুমার বক্সি, ঠাকুরগাও অধুনিক সদর হাসপাতারের ডাঃ শুভেন্দু কুমার দেব নাথ,বাসুদেব ব্যানার্জী,পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিভূতি কুমার রায়,পীরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অতুল চন্দ্র রায়,গোপীকৃষ্ণ রায়,সুধীর চন্দ্র রায়,বাসন্তি রাণী রায় প্রমুখ। সভায় অসংখ্য নারী পুরুষ ও রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লীলাগীতি ও ভজন সঙ্গীত পরিবেশন হয়।

Spread the love