শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ সম্পন্ন

বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ধর্ম যার যার উত্সব সবার আমাদের এই দেশে আমরা সকলে মিলে এক সাথে আনান্দ উত্সব উপভোগ করে থাকি, হিন্দু মুসলিম সহ সকল র্ধমের মানুষ আমরা এক সাথে শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছি৷

গত বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মিত্রবাটী হরি বাসর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী ১৫ তম সার্বজনীন শ্রীশ্রী তারকব্রক্ষ হরিনাম সংকীর্ত্তন ও মহানাম যজ্ঞানুষ্ঠান পরির্দশন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, তিনি আরো বলেন ভগবান শ্রী কৃষ্ণ জন্ম হয়েছিল যেন পৃথিবিতে শান্তি আনায়ন হয়,মানুষের মধ্যে যে হানা-হানী দুর হয়,এবং মানুষ যেন পাপ থেকে মোচন পায় আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজার হাজার ভক্ত-অনুরাগীর উপস্থিতি এই প্রমান করে৷ আমরা যেন তার আদর্শ ধারন করে জীবন যাপন করি৷ তিনি মন্দিরে র্সাবিক উন্নয়নে কাজ করে যাবেন বলে ঘোষনা প্রদান করেন৷এর আগে পরির্দশন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ ইমদাদুল হক,উপজেলা র্নিবাহী অফিসার ইফতেখারুল ইসলাম খন্দকার,সাবেক মেয়র কশিরুল আলম জেলা ওর্য়াকার্স পাটির সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম,আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহআলম৷ টংকনাথ আর্য এর সভাপতিত্বে অন্যারে মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, পুজা উয্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল চন্দ্র রায়, হি-বৌ-খ্রী সাধারন সম্পাদক গোপীকৃষ্ণ রায়, পুজা উয্যাপন সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়,স্থানীয় মন্দিরের সাধারন সম্পাদক বিনোদ চন্দ্র রায়, প্রমুখ৷ পরে ভক্তদের উর্দ্দেশে এমপি ইয়াসিন প্রসাদ সরূপ বাতাসা বিতরন করেন৷ অনুষ্ঠানে ৬টি দল মহানাম সুধা পরিবেশন করেন৷

Spread the love