শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পূর্ণ সূর্যগ্রহণ রোববার

sunডেক্স নিউজ: আগামী ৩ নভেম্বর রোববার পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। ঐ দিন বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে রাত ৯টা ২৮ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ মান সময় বিকেল ৫টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৪২ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়িত্ব হবে ১ মিনিট ৪৫ সেকেন্ড।

তবে বাংলাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না।

এন্টিগুয়া এবং বারবুডা দ্বীপের উত্তর-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে ৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টা ১১ মিনিট ৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার মেচেরিয়া শহরের উত্তর-পূর্ব দিকে দুপুর ২টা ৫১ মিনিট ৪২ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

বারমুডা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে আফ্রিকা মহাদেশের সোমালিয়ার গ্যালকাও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে বিকেল ৫টা ৩৬ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে।

আফ্রিকা মহাদেশের লাইবেরিয়ার গ্রিনভিল শহরের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে ৩ নভেম্বর স্থানীয় সময় বেলা ১১ টা ৫৯ মিনিট ৪৩ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই পূর্ণ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়িত্ব হবে ১ মিনিট ৪৫ সেকেন্ড।

Spread the love