শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকৃতির আজব খেয়াল ছাগলের ৬টি বাচ্চা প্রসব

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে এক কৃষকের ১টি ছাগল ৬টি সুস্থ বাচ্চা প্রসব করেছে। এ যেন প্রকৃতির আজব খেয়াল। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলা সদরের চাকলাহাটের কৃষক আবুল কালাম এর বাড়িতে। কৃষক আবুল কালাম জানায় গত ৩ বছর পূর্বে তার কনিষ্ট কন্যা কলিকে তার নানি একটি দেশী ব্লাক বেঙ্গল মাদি ছাগল উপহার দেয়। বিগত ২ বছরে ছাগলটি তিন বার প্রতিবারে ৩টি করে বাচ্চা প্রসব করে আসছে। বাচ্চাগুলি প্রতিপালন করে বাজারে বিক্রী করে বেশ আয় করেছেন তিনি। গত ৮ মার্চ ২০১৫ সকালে ছাগলটি একে একে ৬টি বাচ্চা প্রসব করলে সে, খুব আশ্চর্য হয়। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে দুরদুরান্ত হতে অনেক উৎসুক দেখতে আসছে এবং আবাক হচ্ছে। তবে গরীব কৃষক আবুল কালাম তার ছাগলের ৬টি বাচ্চাকে নিয়ে বেশ বিপাকেও পড়েছেন। কারণ ছাগলের ৩ নাম্বার বাচ্চার বিষয়টি সবার জানা। এ ক্ষেত্রে ৪,৫,৬ নাম্বার বাচ্চার অবস্থা অনুমেয়। বাচ্চা গুলোকে বাচিয়ে রাখার জন্য প্রতিদিন বাড়তি ২ কেজি দুধের যোগান দিতে হচ্ছে কৃষককে।
জেলা পশু পালন কর্মকর্তা জানান, দেশী ব্লাক বেঙ্গল একটি অর্থনৈতিক সম্ভাবনাময় প্রজাতির ছাগল। এ জাতীয়  ছাগল বছরে ২ বার বাচ্চা প্রসব করে থাকে তবে ২/৩ টির বেশী বাচ্চা প্রসব করেনা। কৃষক আবুল কালামের ছাগলটি ব্যতিক্রম, কারন ৬টি বাচ্চা প্রসব করলেও সবকটি আকারে একই রকম ও সুস্থ রয়েছে। এই ছাগলটির বাচ্চাগুলোকে বিশেষ যতেœ লালন পালন করলে এক নতুন প্রজাতির ছাগল উদ্ভাবন সম্ভব। যার ফলে প্রত্যেকটি ছাগল বেশী বাচ্চা দানে সম্ভব হবে পাশাপাশি কৃষক লাভবান ও দেশে আমিষের চাহিদা পূরন করা যেতে পারে বলে তিনি মনে করছেন।

Spread the love