শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অপরাধে গ্রেফতার-২

এম.আর মিজান : দিনাজপুর শহরের কসবা এলাকার কালিদাস নামে ভূয়া এনজিও’র মালিক জে প্রতারণার সময় এলাকাবাসী হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷

জানা গেছে শহরের বালুবাড়ী বাঞ্চারাম ব্রীজ এলাকার বসবাসরত শরিফ ও তার স্ত্রী রশিদা বেগম দীর্ঘদিন ধরে কালিদাস নামে একটি নাম সর্বস্ব এনজিও’র নাম ভাঙ্গিয়ে শহরে বিভিন্ন এলাকার সহজ সরল ও নিরীহ লোকজনদের লক্ষ লক্ষ টাকা স্বল্প সুদে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছিল৷ রশিদা ও তার স্বামী শরিফ তাদের প্রতারণার জমজমাট ব্যবসা চালানোর সুবিধার্থে শহরের জিলা স্কুলের প্রধান ফটকের সামনে রাস্তার জায়গা দখল করে চা-পুড়ির দোকান বসায়৷ আর এই দোকান থেকেই তার প্রতারণার কার্যক্রম চালাতে থাকে৷ প্রতিনিয়তই প্রতারণার ঘটনাকে কেন্দ্র করে চা-পুড়ির দোকানে বাক বিতন্ডা লেগে থাকে৷

গতকাল কসবা এলাকার আয়শা, বকুল, সোহেল, আরজিনা, রায়হান, নূরবানু, ডালিম, সেফালি, গেদাসহ প্রায় ৩০/৩৫জন অতিষ্ট হয়ে সাংবাদিকদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, তারা ঋণ পাওয়ার আশায় ছাগল-গরু সহ বিভিন্ন উপকরণ বিক্রি করে প্রতারক ও রশিদা ও তার স্বামী শরিফের হাতে তলে দেয়৷ পরে ঋণ পাওয়াতো দূরের কথা, আসল টাকা উদ্ধার করতে না পেরে এলাকাবাসী প্রতারক শরিফকে আটক করে পুলিশের হাতে তুলে দেন৷

Spread the love