শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস সেশন ফি এবং বই কেনার অর্থ বিতরণ

Cdcদিনাজপুর প্রতিনিধি : গতকাল রোববার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর আয়োজিত মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে  সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগিতায় প্রোমোটিং রাইটস্ অব পিপল উইথ ডিজএ্যাবিলিটি থ্রু ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ লোকাল গভর্নেন্স এ্যান্ড সার্ভিস প্রোভাইডিং ইন্সটিটিউশন (পিআরপিডি-ডিআই) প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভা, ২ নং সুন্দরবন ইউনিয়ন, ৩নং ফাজিলপুর ইউনিয়ন, ৪নং শেখপুরা ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ২৫ জনকে স্কুল ড্রেস, ১৬ জনকে বই কেনার জন্য টাকা প্রদান ও সেশন ফি প্রদান করা হয়।  এর মধ্যে প্রাথমিক ৮টি স্কু~ূল, ৯টি কলেজে এবং ৬টি হাইস্কুলের এসব বিতরণ করা হয। দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর সভা প্রতিবন্ধী স্ব সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন, ২নং ইউপির সভাপতি নূরুল ইসলাম, ৩নং ইউপির বাবুল হোসেন ও ৪নং ইউপির মোমেনা খাতুন।

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেড় লক্ষ টাকা সুদমুক্ত ঋণ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে প্রদান করা হয়। এসময় প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়, সিএম মুক্তি কুজুর, একাউন্ডস অফিসার তপন কুমার রায়, অফিস সেক্রেটারী সাদিয়া ইসলাম মৌ উপস্থিত ছিলেন।

Spread the love