শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে এরশাদের অভিনন্দন

Earshedতৃতীয়বারের মতো সরকার গঠন করায়  প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

তিনি এক চিঠিতে এ অভিনন্দন জানান বলে জানা গেছে।

“চিঠিতে এরশাদ নতুন সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং তাকে  প্রধানমন্ত্রীর বিশেষ দূত করায় ধন্যবাদ জানিয়েছেন।”

মন্ত্রিসভার শপথের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ করা হয়।

গত ৫ জানুয়ারি বিরোধী দলীয় বিহীন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। আর এবারের সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন সদস্য মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছেন।

জাতীয় পার্টি নেতা রওশন এরশাদ দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

গত ১২ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথের পরপরই দপ্তর বণ্টন ও প্রধানমন্ত্রীর চার উপদেষ্টাকে নিয়োগ দেয়া হয়।

ওইদিনই নিয়োগ পান এরশাদ, তার পদ হয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

Spread the love