শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সাথে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

Pm মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত : সাঈদ বিন হাজর আল শেহির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যোগ্য প্রকৌশলী, চিকিৎসক, নার্স, প্যারামেডিকস, আইটি বিশেষজ্ঞ হিসাবরক্ষক সহ বাংলাদেশ থেকে অধিক জনশক্তি বিশেষ করে দক্ষ আধাদক্ষ কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, এম্বাসেডর এটলার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদউজজামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো: আবুলকালাম আজাদ। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুলকালাম আজাদ।তিনি বলেন, দুই দেশের ব্যবসাবাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে হালাল মাংস মাছ আমদানির জন্য আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।একই সঙ্গে প্রধানমন্ত্রী অবকাঠামো, কৃষিভিত্তিকশিল্প, বিদ্যুৎ, তেল, গ্যাস, খনিজসম্পদউত্তোলন, শিক্ষা আইটি খাতে আমিরাতের অধিক বিনিয়োগের আমন্ত্রণ জানান।

 

 

 

 

 

Spread the love